Blender 3D Tutorial – Introduction to Blender 2.69 ( part_01in BENGALI )


https://i.ytimg.com/vi/1G-jcx7I1O8/hqdefault.jpg



এগুলি হলো ব্লেন্ডার 2.69 সফটওয়্যার-এঅ্যানিমেশন শেখার বাংলা টিউটোরিয়াল। BLENDER হল অ্যানিমেশন-এর ফ্রি / ওপেন সোর্স সফটওয়্যার , অর্থাত ব্লেন্ডার LEGALLY / আইনত ব্যবহার করলে তার জন্য কোম্পানি-কে কোনো টাকা-পয়সা/ LICENSE FEE দিতে হয় না , যেখানে 3dsMax / Mayaর মত সফটওয়্যার LEGALLY ব্যবহার করতে চাইলে তার জন্য সফটওয়্যার কোম্পানি-কে প্রতি বছর ( user প্রতি ) প্রচুর টাকা দিতে হয়। ঠিক সেই কারণেই আমাদের দেশ-এ অ্যানিমেশন-এর প্রসার ঘটছে না এবং এই শিক্ষা সকলের কাছে সহজলভ্য হয়ে উঠতে পারছে না। এক কথায় , BLENDER হল 3D আর্টিস্টদের আর্টিস্টিক ফ্রিডম-এর চাবি । যারা ভবিষ্যত-এ অ্যানিমেশন শিখতে চায় বা অ্যানিমেশন-এর জগতে কেরিয়ার গড়তে চায় , তারা কোনো ব্যয়বহুল ইনস্টিটিউট -এ যাবার আগে নিজেরা ব্লেন্ডার শিখে 3D অ্যানিমেশন-এর সম্বন্ধে প্রয়োজনীয় ধারণা গড়ে নিতে পারে। ব্লেন্ডার অন্য যে কোনো সফটওয়্যার-এর মত যথেষ্ট advanced এবং industry-তে ব্লেন্ডার-এর যথেষ্ট ব্যবহার হয়। ব্লেন্ডার-এর সম্বন্ধে আর ও জানতে হলে চলে যাও ব্লেন্ডার-এর নিজস্ব website-এ : http://www.blender.org . এমন দিন হয়তো খুব দূরে নয় , যেদিন হাই-স্কুল-এর / কলেজ-এর সিলেবাস-এ কম্পিউটার সাবজেক্ট-এ ব্লেন্ডার যোগ করা হবে। BLENDER-এর মাধ্যমে 3D মডেলিং, টেক্সচারিং, লাইটিং, অ্যানিমেশন, রেন্ডারিং, ফিজিক্স সিমুলেশন, ডাইনামিক সিমুলেশন, ফ্লুইড সিমুলেশন ইত্যাদি সব কিছুই খুব ভালোভাবে করা যায়। BLENDER -এর আরেকটি বিশেষ সুবিধা হলো – Shortcut-driven fast workflow , অর্থাত কিবোর্ড-এর শর্টকাট key ব্যবহার করে খুব দ্রুত কাজ করা যায়। এছাড়াও পৃথিবীব্যাপী user-রা নিত্য-নতুন Blender -এর প্রচুর প্লাগ-ইন (installable plug-in) তৈরী করে এবং বিনামূল্যে distribute করে , যেগুলি এই সফটওয়্যার-টিকে দুর্বার গতি-তে উন্নত করে চলেছে।

ব্লেন্ডার ব্যবহার করে যে সব এনিমেটেড শর্ট ফিল্ম বা অ্যাড তৈরি করেছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাকশন হাউস বা স্টুডিও বা কোম্পানি , তার লিংক এখানে দিয়ে দিলাম।


Living Paper

http://www.youtube.com/watch?v=EZYUL40jstE
Naughty 5 Presentation


coca cola ad


Sintel – Third Open Movie by Blender Foundation


Tears of Steel


Elephants Dream


Big Buck Bunny

source

, ,

Leave a Reply